প্রথম আলো, বানিজ্য ডেস্কঃ
গ্রামীণ ব্যাংক চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) ১৮ হাজার ৯৬৯ কোটি টাকার ঋণ দিয়েছে, যা গত বছর বিতরণ করা মোট ঋণের চেয়ে বেশি। গতবার ১৮ হাজার ৭৫৪ কোটি টাকা ঋণ দেয় ব্যাংকটি।
এক বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, চলতি বছর প্রতি কর্মদিবসে গড়ে ১০২ কোটি এবং মাসে গড়ে ২ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে গ্রামীণ ব্যাংক। বিতরণ করা ঋণের মধ্যে ৪০ শতাংশ কৃষি ও সবজি চাষে, ১৪ শতাংশ গবাদিপশু পালন ও মাছ চাষে, ১৭ শতাংশ ক্ষুদ্র ও কুটিরশিল্পে, ২০ শতাংশক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় এবং অন্যান্য খাতে ৯ শতাংশ।
এ দিকে চলতি মাসে গ্রামীণ ব্যাংকের আদায়যোগ্য ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার কোটি টাকা। গত বছরআদায়যোগ্য ঋণের পরিমাণ ছিল ১১ হাজার ৮২৪ কোটি টাকা।
(সূত্রঃ প্রথম আলো, তারিখঃ ৩০-১১-২০১৭)
http://epaper.prothom-alo.com/view/dhaka/2017-11-30/13