গ্রামীণ ব্যাংকে জাতীয় শোক দিবস পালন
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩তম মৃত্যবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। শোক দিবস উপলক্ষে ১৪, ১৫ ও ১৬ আগস্ট ব্যাংকের সকল শাখা, এরিয়া অফিস, জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা কালোব্যাজ ধারণ করেন। ১৫ই আগস্ট জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। এছাড়া চালু করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মস চি। ১৪ই আগস্ট শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) বাবুল সাহা প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের মহাব্যবস্থাপকের মধ্যে আবুল কাশেম মোহা. মোকতাদুর রহমান, বেলায়েত হোসেন, তাজুল ইসলাম, খান শাহজাহান আলী, সৈয়দ মোঃ আলমগীর, আবুল খায়ের মনিরুল হক, জাহাঙ্গীর হোসেন হাওলাদার, নিপুল কুমার বিশ্বাস, রনজিত কুমার সাহা, মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। তাছাড়া ব্যাংকের অন্যান্য নির্বাহী ও স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল বঙ্গবন্ধু ও অন্যান্য শাহাদত বরণকারীদের জন্য রুহের মাগফিরাত কামনা করা হয়। তাদের পরিবারের অন্য সদস্যদের সুস্বাস্থ্য কামনা করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি