সূত্রঃ দৈনিক ইত্তেফাক বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬, ১৫ পৌষ ১৪২৩, ২৮ রবিউল আউয়াল ১৪৩৮
গ্রামীণ ব্যাংকের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত মঙ্গলবার গ্রামীণ ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার নাগ।
ব্যাংকের সংস্থাপন বিভাগের মহাব্যবস্থাপক মো. আমীর খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— মহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, মহাব্যবস্থাপক বাবুল সাহা, মহাব্যবস্থাপক আব্দুস সালাম, মো. দানেশ হাওলাদার, মো. নজরুল ইসলাম, মো. নাহিদুল ইসলাম, মো. সাকিব আফলাম প্রমুখ। পরে ব্যাংকের সংস্থাপন বিভাগের প্রধান আবুল কাসেম মো. মোকতাদুর রহমানের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার নাগ বলেন, গ্রামীণ ব্যাংক প্রতি বছর বিভিন্ন পর্যায়ে মোট ২৭ হাজার ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করে। এ পর্যন্ত গ্রামীণ ব্যাংক থেকে দুই লাখ ৪৮ হাজার ১৬৯ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৪৩.২৯ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি